আর্কাইভ থেকে করোনা ভাইরাস

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৩ জন, খুলনাতেই ২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৩ জন, খুলনাতেই ২০

দেশে করোনায় মৃত্যু ও শানাক্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে সেই সংখ্যা। দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৬৩ জনের। যা গত দুই দিনের চেয়ে বেশি। এ নিয়ে করোনায় দেশে ১৩ হাজার ৩৪৫ জনের প্রাণহানি হলো।

গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে খুলনা বিভাগেরই ২০ জন। এছাড়া ঢাকায় ১০, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ১৩, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ১৮ জন নারী।

২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছে তিন হাজার ৮৪০ জন। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৭৭১ জনের। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | করোনায় | মৃত্যু | ৬৩ | জন | খুলনাতেই | ২০