আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় সেনাসহ নিহত ৩

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় সেনাসহ নিহত ৩
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ জেলায় আত্মঘাতী এক বোমা বিস্ফোরণে এক সেনা ও দুই বেসামরিক নিহত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম ডন ডটকম এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় এক বেসামরিক আহত হয়েছে বলে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমকে জানিয়েছে। এর পাঁচ দিন আগে একই জেলায় আরেকটি আত্মঘাতী বিস্ফোরণে এক সেনা ও এক বেসামরিক নিহত হয়। সেই সঙ্গে আরও নয় বেসামরিক আহত হয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানায়, এদিকে সোমবার স্থানীয় সময় রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার উমর ফারুক চকের কাছে আরেকটি বিস্ফোরণে ১৩ বেসামরিক আহত হয়। খুজদার থানার এসএইচও মুহাম্মদ জান সাসোলি জানান, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। আহতদের খুজদারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেনজো হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “নিরপরাধ জনগণকে লক্ষ্যস্থল করা সন্ত্রাসীরা জাতির শত্রু। কোনো ধর্ম বা সমাজ এ ধরনের রক্তপাতের অনুমতি দেয় না।” আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন খুজদার থানার আরেক কর্মকর্তা। ৫ ডিসেম্বর গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী উত্তর ওয়াজিরিস্তানের জাল্লার আলগাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এ সময় এক সেনাও নিহত হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | আত্মঘাতি | বোমা | হামলায় | সেনাসহ | নিহত | ৩