আর্কাইভ থেকে দুর্ঘটনা

কম দামে মিষ্টি বিক্রি করায় ব্যবসায়ি খুন

কম দামে মিষ্টি বিক্রি করায় ব্যবসায়ি খুন

গাইবান্ধার বালুয়া বাজারে কম দামে মিষ্টি বিক্রি করায় এক ব্যবসায়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহত ওই মিষ্টি ব্যবসায়ির নাম রোকনুজ্জামান সরদার রোকন (৩৫)। নিহত রোকনুজ্জামান ভগবানপুর গ্রামের হারু সরদারের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানিয়রা জানান, বালুয়া বাজারের ‘দুই বোন’ হোটেলের মালিক কনক মহন্ত ও কাজী হোটেলের মালিক শফি কাজির ছেলে সোহেল কাজির মধ্যে কম দামে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ঘটনা মীমাংসা করতে গেলে ছুরির আঘাতে ব্যবসায়ি রোকনুজ্জামান সরদার রোকনসহ কয়েকজন ব্যবসায়ি আহত হন।

আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিলে ব্যবসায়ি রোকন সরদার মারা যান।

এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের লোকজন প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর থানার ওসি রজব আলী জানান, বালুয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কম | দামে | মিষ্টি | বিক্রি | করায় | ব্যবসায়ি | খুন