গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজার ৩৯৬ জনের আর সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭৩১ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন তিন লাখ ২২ হাজার ২৩৯ জন।
এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৭৮ হাজার ১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৬৯৮ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৫ জন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গেলো ২৪ ঘণ্টায় একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৯৪৩ জন ও মারা গেছেন ২৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ হাজার ২৬ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৪০৭ জন।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ৩২৩ জনের মৃত্যু ও ৫০ হাজার ৫৪৪ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ২৩ হাজার ৩৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৯০ লাখ ২০ হাজার ৮২৮ জন।
আক্রান্তের দিক থেকে তালিকার ৩ নম্বরে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬১৩ জন ও মারা গেছেন ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ২৫ হাজার ৭৩০ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৩০৫ জন।
একদিনে ব্রাজিলে ৪৪ হাজার ৪১৫ জন সংক্রমিত ও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪০৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৯২৮ জন।
২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ৮৮ হাজার ১৮২ জন সংক্রমিত ও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ৬৪৬ জনে। এ পর্যন্ত ৩১ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ২ কোটি ৭২ লাখ ৩০ হাজার ৩৬ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৯৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৪২ হাজার ২৪২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১৪৫ জন। তবে এসময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।