আর্কাইভ থেকে দেশজুড়ে

কানে হেডফোন থাকায়, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

কানে হেডফোন থাকায়, প্রাণ গেল ট্রেনের ধাক্কায়
রেললাইনের পাশে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম- সাগর হোসেন (২৬)। সাগর হোসেন খেজুরগাছের রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর মিয়াবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে। গেলো শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নওগাঁর আত্রাই পুরাতন রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাগরের শ্বশুর বাহাদুর শেখ বলেন, ‘সাগরসহ কয়েকজন যুবক আত্রাই রেলস্টেশনের পাশে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরি করেন। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনার কিছুক্ষণ আগেও তিনি দেখেছেন, সাগর রেলাইনের পাশে দাঁড়িয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন। এ ঘটনার কিছুক্ষণ পর রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ওই লাইন দিয়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর সাগরকে ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনের পশে পড়ে থাকতে দেখা যায়।’ এ সময় স্থানীয় লোকজন সাগরকে উদ্ধার করে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কানে | হেডফোন | থাকায় | প্রাণ | ট্রেনের | ধাক্কায়