আর্কাইভ থেকে আইন-বিচার

আল জাজিরার সম্প্রচার বন্ধের রিটের শুনানি আজ

আল জাজিরার সম্প্রচার বন্ধের রিটের শুনানি আজ

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে অল্প কিছুক্ষণের মধ্যে শুনানি হবে হাইকোর্টে। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ শুনানি হবে। এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়ে শুনানির সময় ধার্য করেছিলেন।

শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব উপস্থিত থাকবেন। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার এনামুল কবীর ইমন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি টেলিভিশন চ্যানেলটিতে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনামুল কবির ইমন ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করে রিট আবেদনটি দাখিল করেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে আল জাজিরায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সরকার ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনীও এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আল | জাজিরার | সম্প্রচার | বন্ধের | রিটের | শুনানি | আজ