আর্কাইভ থেকে দেশজুড়ে

নবাবগঞ্জে ‘স্বপ্নের নীড়’ পেলেন ৮৫ পরিবার

নবাবগঞ্জে ‘স্বপ্নের নীড়’ পেলেন ৮৫ পরিবার

‘মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমিসহ ঘর পেলেন ৮৫টি গৃহহীন পরিবার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের কাগজপত্র হস্তান্তর করেন।

রোববার উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুণ কৃষ্ণ পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আলীমুর রহমান খান পিয়ারাসহ আরও অনেকে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন নবাবগঞ্জে | স্বপ্নের | নীড় | পেলেন | ৮৫ | পরিবার