আর্কাইভ থেকে এশিয়া

দুবাইয়ে আন্জুমানে খুদ্দামুল মুসলেমিনের কাউন্সিল গঠিত

দুবাইয়ে আন্জুমানে খুদ্দামুল মুসলেমিনের কাউন্সিল গঠিত
আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই শাখার কাউন্সিল গঠিত হয়েছে। গেলো রবিবার( ২৫ডিসেম্বর) বহুমূখী সেবা মূলক মানবিক সংস্থা আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই শাখার কাউন্সিল ২০২২ সম্পন্ন হয়েছে। আহ্বায়ক কমিটির নেতৃত্বে সবার সম্মতিক্রমে মাওলানা আবুল কাশেম সভাপতি, মোহাম্মদ সাজ্জাদুল হককে সাধারন সম্পাদক ও মোহাম্মদ আব্দুল খালেকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভা শেষে সংগঠনের নব নির্বাচিত সভাপতি সংস্হার মৌলিক বিষয় সমূহ নিয়ে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আহলে সুন্নাহর আলোকে মতাদর্শ ভিত্তিক অনেক সেবা মূলক সংস্থার মধ্যে অন্যতম আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ। সুদীর্ঘ ৩৫ বছর যাবত এই সংস্থা মানব সেবায় কাজ করে যাচ্ছে। তারই ভিত্তিতে এই সংস্হা আজ বিশ্বের প্রায় প্রিতিটি প্রাদেশীক দেশে আমাদের ভাইয়েরা সক্রিয় রয়েছে॥ প্রচার বিমুখ এই সংস্থার মাধ্যমে বাংলাদেশ প্রিতিটি জেলাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী ছাত্র ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান, বিবাহ সহায়তা, গৃহ নির্মান, এমনকি বিশ্ব মহামারি করোনা প্রাক কাল থেকে আজ অবধি ঢাকা ও চট্রগ্রামে বিনামূল্যে এম্বুলেন্স সেবার সাথে অক্সিজেন সেবা প্রদানের মাধ্যমে দেশে নজির স্থাপন করেছেন। আরো মৌলিক বিষয়ে হলো আমরা মুসলিম সমাজ যখন পবিত্র কোরআন মজিদ ও হাদীসে পাকের তফসিরের নামে কিছু সংস্থা অপব্যাখ্যা প্রদানের ফলে সাধারন মুসলিম সামাজে দিধা ধন্দের উপদ্রব সৃষ্টি হলো সে সময় আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ড এর তথ্যবদানে চট্রগ্রাম সহ বাংলাদেশের প্রতিটি জেলাই প্রায় ১৬ বছর যাবত দরসুল কোরআন, দরসুল হাদীস ও দরসুল ফিকাহ্ মাহফিলের মাধ্যমে মানব সমাজে কোরআন সুন্নাহ সঠিক ব্যাখ্যা তুলে ধরে আসছেন। এতে সংস্থার আরো গুরুত্বপূন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ মিয়া,শফিউল আজম,লিয়াকত আলী, মোঃ সাদেক,ওবাইদুল হক মানিক, হাফেজ সুফিয়ান, মোঃ শাকিল,ফারুক উদ্দীন, কাজী ইউছুপ,রফিকুল ইসলাম, মোঃ বাবুল, দেলাওয়ার হোসেন সাকিব,ইমতিয়াজ হোসেন নাঈম সহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন দুবাইয়ে | আন্জুমানে | খুদ্দামুল | মুসলেমিনের | কাউন্সিল | গঠিত