আর্কাইভ থেকে পরামর্শ

ডায়াবেটিস এবং ধূমপান একসঙ্গে চালিয়ে যাওয়ার কু প্রভাব

ডায়াবেটিস এবং ধূমপান একসঙ্গে চালিয়ে যাওয়ার কু প্রভাব
শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতা থেকে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি । যে কোন ব্যক্তিই এই ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারেন। ডায়াবেটিস কেন হয়? আমরা যখন কোন খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে চিনিতে (গ্লুকোজ) রূপান্তরিত করে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিসৃত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় চিনিকে গ্রহণ করার জন্যে। এই চিনি কাজ করে শরীরের জ্বালানী বা শক্তি হিসেবে। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। আর সেই অবস্থাকে ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিস থাকলে জীবনযাপন একেবারে বদলে ফেলতে হবে। ডায়াবেটিস থাকা আবস্থায় ধূমপান করা শরীরের জন্য স্বাভাবিকের চেয়ে বেশী ক্ষতিকর। তাই ধূমপানের অভ্যাস থাকলে, তা অবশ্যই বর্জন করতে হবে। ডায়াবেটিক রোগীদের জন্য আরও অনেক জটিল সমস্যা ডেকে আনতে পারে এই ধূমপান। রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে, অথচ কোনও নিষেধ না মেনে ধূমপান চালিয়ে গেলে হৃদ্‌যন্ত্র হতে পারে নান জটিলতা। হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কাও থেকে যায়।  

এ সম্পর্কিত আরও পড়ুন ডায়াবেটিস | ধূমপান | একসঙ্গে | চালিয়ে | যাওয়ার | কু | প্রভাব