আর্কাইভ থেকে আবহাওয়া

পঞ্চগড়ে বইছে কনকনে ঠাণ্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭

পঞ্চগড়ে বইছে কনকনে ঠাণ্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭
পঞ্চগড়ে কনকনে ঠাণ্ডা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জেলার মানুষ। কুয়াশার জন্য ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। উত্তরঞ্চলসহ দেশের বিভিন্ন জেলাগুলোতে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আজ শনিবার (৩১ ডিসেম্বর) পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর কুড়িগ্রামে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের কাজে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শীতে গবাদি পশু নিয়ে সমস্যায় পড়ছে খামারীরা। ঘন কুয়াশার কারণে আলু, মরিচ, বোরো ধানের বীজতলাসহ নানা ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে কৃষক। এদিকে, চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগে ভর্তি হয়েছে ৬০ জন আর বর্হিরবিভাগ থেকে চিকিৎসা নিয়েছে দেড় শতাধিক রোগী। এদের বেশির ভাগই শিশু ও বয়স্ক। অন্যদিকে, কুড়িগ্রামে ঘন কুয়াশায় ঢেকে গেছে বিস্তীর্ণ জনপদ। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় ঠাণ্ডার মাত্রা বেড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | বইছে | কনকনে | ঠাণ্ডা | সর্বনিম্ন | তাপমাত্রা | ৮৭