আর্কাইভ থেকে দেশজুড়ে

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩২ বছর পর গ্রেপ্তার

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩২ বছর পর গ্রেপ্তার

জয়পুরহাটে ৩২ বছর পর শিশু অপহরণ মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামির নাম আব্দুল মতিন মন্ডলকে (৬০)।

মঙ্গলবার সকালে কালাই থানা পুলিশ বগুড়ার শাহজাাহনপুর উপজেলার  জালশুকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিন মন্ডল কালাই উপজেলার ইটাইল গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, শিশু অপহরণ মামলায় ১৯৮৯ সালের জুলাই মাসে জেলা দায়রা ও জজ আদালত মতিন মন্ডলকে ৭ বছরের কারাদণ্ড দেন। এর পর থেকে পলাতক ছিলেন মতিন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে  তাকে  বগুড়ার শাহজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার  করা হয়। তাকে  জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ৭ | বছরের | সাজাপ্রাপ্ত | পলাতক | আসামি | ৩২ | বছর | গ্রেপ্তার