আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে রাত ৮ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ

চট্টগ্রামে রাত ৮ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সব ধরনের দোকানপাট আগামী ৩০ জুন পর্যন্ত রাত ৮ টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

আজ বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সংক্রমণ বাড়ার পাশাপাশি জটিল উপসর্গের রোগীও বাড়ছে সমান গতিতে। বর্তমানে প্রায় সব হাসপাতালের আইসিইউ ওয়ার্ডগুলোর কোন বেডই খালি নেই, রোগীতে পরিপূর্ণ। গত দুই সপ্তাহে বেড়েছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।

মঙ্গলবার চট্টগ্রামের সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ২২৬ জন। এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ হাজার ৩৫৯ জন নগরের ও ১২ হাজার ৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৬৬২ জন।

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, প্রায় সব হাসপাতালের আইসিইউ ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এই মুহূর্তে আইসিইউ বেড কোন হাসপাতালেই তেমন একটা ফাঁকা নেই।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | রাত | ৮ | টার | দোকান | বন্ধ | রাখার | নির্দেশ