আর্কাইভ থেকে ফুটবল

মেসিকে ছাড়া খেলা কঠিন: স্কালোনি

মেসিকে ছাড়া খেলা কঠিন: স্কালোনি

আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে ছাড়া খেলা খুব কঠিন। এমনটাই জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
 
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, সত্যি বলতে মেসি সব ম্যাচই খেলছে, তাকে ছাড়া খেলা খুব কঠিন। আমি সত্যি বলছি। এমনকি যদি সে ক্লান্ত থাকে তারপরও সে পার্থক্য গড়ে দেয়।

প্যারাগুয়ের বিপক্ষে এদিন আর্জেন্টাইন অধিনায়ক নতুন রেকর্ডটি গড়েন। দেশের জার্সিতে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানোকে ছুঁয়ে ফেলেন মেসি।
 
অবসর নিয়ে ফেলা মাসচেরানো আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ। মেসির ম্যাচ সংখ্যাও ১৪৭টি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নামলে মাসচেরানোকে ছাড়িয়ে যাবেন এলএমটেন। আর এ আসরে যদি সেমিফাইনাল পর্যন্ত আলবিসেলেস্তেরা যেতে পারে এবং সবগুলো ম্যাচেই মেসি খেলেন তাহলে প্রথম আর্জেন্টাইন হিসেবে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মেসিকে | ছাড়া | খেলা | কঠিন | স্কালোনি