আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী চীনা টিকা নেওয়া দেশগুলোতে!

করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী চীনা টিকা নেওয়া দেশগুলোতে!

করোনাভাইরাস প্রতিরোধে চীনের টিকা দেওয়া হয়েছে বিভিন্ন দেশে। বর্তমানে সেসব দেশে করোনা শনাক্তের হার উর্ধ্বমুখী। সম্প্রতি এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ঠেকাতে মঙ্গোলিয়া, চিলি এবং বাহরাইনে মূলত চীনের সিনোফার্ম বা সিনোভ্যাকের ওপর নির্ভর করা হয়েছে। এসব দেশের অর্ধেক থেকে ৬৮ শতাংশ মানুষ চীনের টিকার দুই ডোজ নিয়েছে। তবে গেল সপ্তাহে করোনা পরিস্থিতির অবনতি হওয়া দেশগুলোর তালিকায় এসব দেশ শীর্ষ দশে ছিল। এ কারণে করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে চীনা টিকাগুলোর কার্যকারিতা কম বলে ধারণা করা হচ্ছে। 

হংকং বিশ্ববিদ্যালয়ের একজন ভাইরোলজিস্ট বলেছেন, চীনের টিকা দুইটির কার্যকারিতা ভালো হলে এই হার দেখা যেতো না।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | শনাক্তের | হার | উর্ধ্বমুখী | চীনা | টিকা | নেওয়া | দেশগুলোতে