আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দুই ধরনের টিকা নিলেন জার্মান চ্যান্সেলর

দুই ধরনের টিকা নিলেন জার্মান চ্যান্সেলর

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে মডার্নার টিকা নিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এক বিবৃতিতে একথা জানিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন ৬৬ বছর বয়সি মেরকেল। দুই ধরনের টিকার প্রভাব নিয়ে এখন পর্যন্ত খুব বেশি গবেষণা নেই। তবে ব্রিটেনের এক গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে ফাইজারের টিকা নেওয়ার পর হালকা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে, বিশেষজ্ঞরা মনে করে দুই ধরনের টিকা নিলে করোনার প্রতিরোধক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। ডোজের স্বল্পতার কারণে দুই ধরনের টিকা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে অনেক দেশই।

এর আগে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় মার্চে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত করে ইউরোপের কয়েকটি দেশ। আর ৬০ বছরের কম বয়সিদের জন্য প্রাথমিকভাবে স্থগিত করলেও পরে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার অনুমোদন দেয় জার্মানি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | ধরনের | টিকা | নিলেন | জার্মান | চ্যান্সেলর