আর্কাইভ থেকে বাংলাদেশ

আবার বাড়তে পারে বৃষ্টি

আবার বাড়তে পারে বৃষ্টি

শুক্রবার (২৫ জুন) পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে গেল কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি ছিল। তবে গেল দুইদিন বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। ফলে আবারো গরম পড়তে শুরু করেছে।

তবে শুক্রবারের (২৫ জুন) পর আবারও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ জুন) আবহাওয়াবিদ আরিফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, গত দুই দিন তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। ২৩, ২৪ ও ২৫ জুন মোটামুটি একই রকম থাকতে পারে। তবে ২৫ জুন রাত থেকে বা ২৬ জুন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে।

এছাড়া বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন আবার | বাড়তে | পারে | বৃষ্টি