আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামের চিলমারী এলাকা বালুমহাল ঘোষণার চক্রান্তে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী এলাকা বালুমহাল ঘোষণার চক্রান্তে মানববন্ধন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র নদের ডানতীরে তীর রক্ষা প্রকল্পকে ঝুঁকিতে ফেলে অব্যাহত বালু উত্তোলন ও বালুমহাল ঘোষণার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা । আজ মঙ্গলবার (৩জানুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি চিলমারী শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি জমি, মাছ-ডলফিন-পাখিসহ জীববৈচিত্র, শিল্পায়নের খনিজ সম্পদ ধ্বংস ও চিলমারী তীর সংরক্ষণ প্রকল্পকে ঝুঁকে ফেলে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এই চক্রটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্রহ্মপূত্রের ডান তীরকে ঝুকিতে ফেলার জন্য বালুমহাল ঘোষনার চক্রান্ত করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামের | চিলমারী | এলাকা | বালুমহাল | ঘোষণার | চক্রান্তে | মানববন্ধন