আর্কাইভ থেকে ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই সোহান, নতুন মুখ শামীম

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই সোহান, নতুন মুখ শামীম

একটি টেস্ট এবং সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ২৮ জুন। এই সফর সামনে রেখে তিন সংস্করণে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারী। অনেক দিন পর ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

জিম্বাবুয়েতে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সব ধরনের খেলাধুলা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এমন অবস্থায় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন সফর নিয়ে কোনো শঙ্কা নেই।

টেস্ট স্কোয়াড 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড 

তামিম ইকবাল খান, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন জিম্বাবুয়ে | সফরে | তিন | ফরম্যাটেই | সোহান | নতুন | মুখ | শামীম