আর্কাইভ থেকে ইউরোপ

নিলামে উঠেছে প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, দাম কত

নিলামে উঠেছে প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, দাম কত
নিলামে উঠেছে প্রিন্সেস ডায়ানার একটি বেগুনি গাউন। চলতি মাসের ২৭ জানুয়ারি নিউ ইয়র্কের ‘সোথেবিস’-এ অনুষ্ঠিত হবে এই নিলাম। প্রিন্সেস অফ ওয়ালেসের নিলামে ওঠা এই গাউনটি বেগুনি সিল্কের এবং মখমলের যুগলবন্দিতে তৈরি হয়েছে। স্ট্র্যাপলেস এই বল গাউনটি ডায়ানার বিখ্যাত সব পোশাকগুলির মধ্যে পড়ে না ঠিকই। কিন্তু এই পোশাকটির ঐতিহাসিক তাৎপর্য কম নয়। ডায়ানা এই গাউনটি প্রথম পরেছিলেন ১৯৯১ সালে তার একটি রাজকীয় পোর্টেট আঁকার জন্য। তার পর ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর কিছু দিন আগে একটি বিখ্যাত মাসিক পত্রিকা ‘ভ্যানিটি ফেয়ার’-এ বেগুনি গাউনটি পরেই তার একটি ছবি বেরিয়েছিল। ডায়ানার মৃত্যুর পর কেটে গিয়েছে ২৫ বছর। কিন্তু তাকে নিয়ে চর্চা হয় এখনও। ডায়ানার ব্যক্তিগত জীবন, রাজবাড়ির অন্দরে তাঁর যাপন নিয়ে আলোচনা চলতেই থাকে। সেই সঙ্গে আলোচনা হয় ডায়ানার সাজপোশাক নিয়েও। যে ধরনের পোশাক পরতেন, ফ্যাশন দুনিয়াও সেই পোশাকের শৈলী অনুসরণ করে চলে। তার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ থেকে বিভিন্ন রেড কার্পেটে যে পোশাকে হেঁটেছিলেন, সবই মনে রেখেছে ফ্যাশন জগত। চলতি মাসের শেষের দিকে যে গাউনটির নিলাম হতে চলেছে, সেটির আনুমানিক মূল্য রাখা হয়েছে ৮০ হাজার ডলার থেকে ১ লাখ ২০ হাজার ডলারের মধ্যে।  টাকায় যার দাম প্রায় ৬৫ লাখ টাকা থেকে ৮২ লাখ টাকার মধ্যে। এর আগেও ডায়ানার প্রায় ৮০টি পোশাক নিলাম করে কয়েক কোটি টাকা উঠেছিল। সেই টাকা দেয়া হয়েছিল ‘এডস ক্রাইসিস ট্রাস্ট’ এবং ‘রয়্যাল মার্সডেন’ হাসপাতালের তহবিলে। এ বারও ডায়ানার এই বেগুনি গাউনটি নিলাম প্রায় কয়েক কোটি টাকা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নিলামে | উঠেছে | প্রিন্সেস | ডায়ানার | বেগুনি | গাউন | দাম | কত