আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলকে দ্রুত বসতি স্থাপন বন্ধ করতে হবে: জাতিসংঘ

ইসরায়েলকে দ্রুত বসতি স্থাপন বন্ধ করতে হবে: জাতিসংঘ

আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ রেজ্যুলেশন না মেনে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখার প্রতিবাদ জানিয়ে দ্রুত বন্ধ করতে বলেছে জাতিসংঘ। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে এসব স্থানে বসতি স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে সংস্থাটি।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্সল্যান্ড ২০১৬ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন বাস্তবায়নের ওপর জোর দেন। তারা বলেন, ইসরায়েল নির্মিত বসতিগুলো অবৈধ এবং এগুলোর কোনও আইনি ভিত্তি নেই।

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাম্প্রতিক দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েন্সল্যান্ড বলেন, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপন অতি দ্রুত বন্ধ করতে হবে। এ দুটি অঞ্চল ফিলিস্তিনিদের। এ দুটি এলাকা ভবিষ্যৎ রাষ্ট্রে অন্তর্ভুক্ত করতে চায় তারা।

তিনি আরও বলেন, দখলকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপন জাতিসংঘ রেজ্যুলেশন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দুই-রাষ্ট্রভিত্তিক সব সমস্যার সমাধান এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের অবৈধ স্থাপনা নির্মাণ মূল প্রতিবন্ধক। শান্তি প্রতিষ্ঠার জন্য বসতি স্থাপন প্রক্রিয়া দ্রুত বন্ধ হওয়া উচিত।

চলতি যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনিদের ঘর ধ্বংস ও তাদের বাস্তচ্যুত না করতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ওয়েন্সল্যান্ড।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাড়ে চার বছর হয়ে গেলেও রেজ্যুলেশনের কোন বিষয়ই মানা হয়নি। গেল মার্চ থেকে জুনের মধ্যে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বিক্ষোভে নৃশংস হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। এসময় গাজায় বিমান ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলকে | দ্রুত | বসতি | স্থাপন | বন্ধ | করতে | হবে | জাতিসংঘ