আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ জন, মৃত্যু ১

পঞ্চগড়ে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২১ জন, মৃত্যু ১

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩ জন, তেতুঁলিয়ায় ৪ জন, এবং বোদায় ৪ জন ।

৪৪ জনের নমুনা সংগ্রহ করে ২১ জনের করোনা পজিটিভ এসেছে। ৪৪টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪৭ দশমিক ৭২ শতাংশ।

এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৯৬০ জন। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত পঞ্চগড়ে ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসেই শনাক্ত হয়েছেন ১১৯ জন। তবে পঞ্চগড়ে করোনায় আক্রান্ত কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি ।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্দি, জ¦র, কাশি বা অন্য কোন উপসর্গ দেখা দিলেই তাদের করোনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। এছাড়া সকলকে নিয়োমিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | ২৪ | ঘন্টায় | করোনা | আক্রান্ত | ২১ | জন | মৃত্যু | ১