আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বাংলাদেশ যা আজ চিন্তা করে, সেটা যুক্তরাষ্ট্র তিন মাস পর করে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ যা আজ চিন্তা করে, সেটা যুক্তরাষ্ট্র তিন মাস পর করে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ নো মাস্ক নো সার্ভিস চালু করার তিন মাস পর যুক্তরাষ্ট্র এ সার্ভিস চালু করেছে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার (বাংলাদেশ আজ যা চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর)। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত দুই লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে যাদের সবাই ভালো আছে। দুই একজনের সমস্যা হয়েছে, যেটা স্বাভাবিক। 

তিনি বলেন, সারাদেশে টিকা পৌঁছে গেছে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ মানুষকে টিকা দেওয়া। ইনশাআল্লাহ এটা সম্ভব হবে। 

জাহিদ মালেক জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে বেসরকারি হাসপাতালগুলোকে করোনার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হবে। 

আলোচনা সভায় সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন। সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান বলেন, করোনার এই সময়েও কিছু মানুষ ধন্যবাদ না দিয়ে সমালোচনায় ব্যস্ত।

এম এ মুবিন খান আরও বলেন, করোনাকালীন সময়ে বেসরকারি হাসপাতালগুলো সরকারের পাশে ছিল, একইভাবে টিকা দেওয়ার সময়ও সরকারের পাশে থাকবে।

তিনি জানান, বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দেওয়া পাশাপাশি সরকার টিকার মূল্য নির্ধারণ করে দিলে টিকার যথাযথ মূল্য দিয়েই বেসরকারি হাসপাতাল নিতে আগ্রহী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আজ | চিন্তা | করে | সেটা | যুক্তরাষ্ট্র | তিন | মাস | করে | | স্বাস্থ্যমন্ত্রী