আর্কাইভ থেকে ইসলাম

একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু

একদিন আগেই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগেই শুরু হয়ে গেছে মূল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল ইসলাম আগত মুসল্লিদের উদ্দেশে আম বয়ান করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খিত্তায় খিত্তায় অবস্থান নেয়া মুসল্লিরা বয়ান শোনেন। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ১৬০ একরের ইজতেমা ময়দান ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অনেকেই ময়দানে জায়গা না পেয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জেলা থেকে আরও মুসল্লিরা ময়দানের উদ্দেশে আসছেন। তাই শীর্ষ মুরব্বিদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে একদিন আগেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইজতেমার কর্মসূচিতে থাকছে আম ও খাস বয়ান, ছয় উছুলের হাকিকত, দরসে কোরআন, দরসে হাদিস, তাশকিল, তালিম। এছাড়াও থাকবে বিষয় ও পেশাভিত্তিক আলোচনা, নতুন জামাত তৈরি, চিল্লায় নাম লেখানো এবং যৌতুকবিহীন বিয়ের মতো আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা ময়দানের ১৩টি প্রবেশপথ দিয়ে লাখো মুসল্লি ময়দানে প্রবেশ করছেন। বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌ-পথে আসছেন তাবলীগের সাথীরা। মুসল্লিদের পদচারণে পুরো টঙ্গীতে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। যেদিকে চোখ যায়, শুধু টুপি-পাঞ্জাবি পরিহিত মুসল্লি। করোনার কারণে দুই বছর ইজতেমা আয়োজন না হওয়ায় এবার মুসল্লিদের আগ্রহ তুলনামূলক বেশি।

এ সম্পর্কিত আরও পড়ুন একদিন | আগেই | ইজতেমার | আনুষ্ঠানিকতা | শুরু