আর্কাইভ থেকে ফুটবল

দেখুন কে ফিরে এসেছে!

দেখুন কে ফিরে এসেছে!
দেখুন কে ফিরে এসেছে!  ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অ্যাঙ্গার্সের বিপক্ষে বুধবার (১১ জানুয়ারি) মাঠে নেমেছিল পিএসজি। আর সেই ম্যাচে বিশ্বকাপ জয়ের ২৩ দিন পর ফুটবল মাঠে ফিরলেন লিওনেল মেসি। নেমেই প্রমাণ করলেন কেন তাকে বলা ফুটবলের জাদুকর। এক গোল এবং এক এ্যাসিস্ট। জয় এনে দিলেন দলকে। অথচ এই দলটাই আগের ম্যাচে মেসির অনুপস্থিতিতে লেঁস এর কাছে হেরেছে ৩-১ গোলে।
Peut être une image de une personne ou plus et personnes qui pratiquent un sport
Peut être une image de une personne ou plus et personnes qui pratiquent un sport
কে বলব এই মেসির বয়স পৌঁছেছে ৩৬ বছরে। যেন ২৪ বছরের এক টগবগে যুবক দাপিয়ে বেড়াচ্ছে ফুটবল মাঠ। তাই তো ম্যাচ শেষে কোচ ক্রিস্টোফের সহজ স্বীকারোক্তি, আজ আবারও আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। আমরা যখন তাকে মাঠে রাখি, আমাদের জয়ের সম্ভাবনা নিশ্চিত থাকে। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে, এটা আমাদের জন্য খুবই ভালো।
May be an image of 1 person
May be an image of 1 person
আর মেসি ভক্তরাও হয়তো গলা ফাটিয়ে বলতেই পারে,দেখুন কে ফিরে এসেছে!  
May be an image of 3 people and grass
May be an image of 3 people and grass
মাঠে নামার আগে মেসি স্মরণ করেছিলেন ফুটবলের রাজা পেলেকে। গায়ে জড়িয়ে ছিলেন পেলের ছবি সম্বলিত একটি সাদা টি-শার্ট। যেখানে লেখা ছিল ‘অমর পেলে’।   আর পড়ুনঃ বিশ্বকাপের মেডেল নয়, পেলেকে স্মরণ করলেন মেসি

এ সম্পর্কিত আরও পড়ুন দেখুন | কে | ফিরে | এসেছে