আর্কাইভ থেকে ক্রিকেট

১৬ মাস পর টেস্ট দলে মাহমুদউল্লাহ

১৬ মাস পর টেস্ট দলে মাহমুদউল্লাহ

ওয়ানডে দলে নিয়মিত এবং টি-টোয়েন্টির অধিনায়ক তারপরও টেস্ট দলে নিয়মিত ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। সকলে মনে করেছিল জিম্বাবুয়ে সফরে হয়ত ফিরতে পারেন তিনি কিন্তু সেখানেও বাদ পড়েন এ অলরাউন্ডার।

আবার হুট করেই এই অলরাউন্ডারকে জিম্বাবুয়ে সফরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে দীর্ঘ ১৬ মাস পর আবারো সাদা পোশাকের দলে ফিরলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে নাসিম শাহর হ্যাটট্রিকের শিকার হয়েছিলেন তিনি। সেই সিরিজে ব্যাটিং এপ্রোচের জন্য সমালোচিত হয়েই বাদ পড়েন তিনি। 

আগেই বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ১৬ | মাস | টেস্ট | দলে | মাহমুদউল্লাহ