আর্কাইভ থেকে বাংলাদেশ

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কড়া সতর্কতা জারি

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কড়া সতর্কতা জারি

কাশ্মীরের জম্মু বিমানবন্দরে হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো জম্মু এলাকায় কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় প্রশাসন। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এই ঘটনায় ইতোমধ্যেই সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ জুন) বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক ইউনিট।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববারের এই বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে, বিমানবন্দরের প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেই বিকট শব্দ শোনা গেছে। তবে, বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে কেন এই বিস্ফোরণ বা কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণে জম্মু বিমানবন্দর পরিচালিত হয়ে থাকে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়েছে। এরপরই শুরু হয়েছে তদন্ত।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন জম্মু | বিমানবন্দরে | বিস্ফোরণ | কড়া | সতর্কতা | জারি