আর্কাইভ থেকে আইন-বিচার

দুদক কর্তৃক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ অবৈধ: হাইকোর্ট

দুদক কর্তৃক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ অবৈধ: হাইকোর্ট

কক্সবাজারের বেলায়েত হোসেন নামে এক ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

রোববার (২৭ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন ব্যবসায়ীর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছিলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট রাকিবুল হাসান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ব্যবস্থাপককে কক্সবাজারের ফার্মেসি ব্যবসায়ী বেলায়েত হোসেন নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।  

ব্যাংক হিসাব জব্দের ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলায়েত হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে বেলায়েতের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের ওই উপসহকারী পরিচালকের দেয়া ৬ জানুয়ারির নির্দেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আজ সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দুদক | কর্তৃক | ব্যক্তির | ব্যাংক | হিসাব | জব্দের | নির্দেশ | অবৈধ | হাইকোর্ট