আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে আবারো বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১২৫৮

ভারতে আবারো বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১২৫৮

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে মাঝখানে সংক্রমণ কমে গেলেও আবারো তা বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে ৫০ হাজারের বেশি মানুষের শরীরে। একই সময়ে মারা গেছে ১২৫৮ জন। রোববার এই তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানায়, নতুন অর্ধলক্ষাধিক সংক্রমণ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি দুই লাখ ৩৩ হাজারে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৫ হাজার ৭৫১ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই কোটি ৯২ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।

ভারতের স্বাস্থ্য বুলেটিনে জানা যায়, বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৬ হাজার ৪০৩ জন। মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। অবশ্য গেল ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সামান্য বেড়েছে। এ সময় কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গেল ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৯৪৪ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে মোট দুই কোটি ৯২ লাখ ৫১ হাজার জনের বেশি। অর্থাৎ ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৬ হাজার ৪০৩।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছে তিন লাখ ৯৫ হাজার ৭৫১ জন। এতে করোনায় মোট মৃত্যু চার লাখের গণ্ডির দোরগোড়ায় এসে দাঁড়াল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | আবারো | বাড়ছে | সংক্রমণ | মৃত্যু | ১২৫৮