জাতিসংঘের একশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। এই বিষয়ে কারো মনে বিস্ময়ের জন্ম দেয়নি। কারণ দেখা যাচ্ছে সন্ত্রাসীরা ওই রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে। এসব কথা বলেছেন মার্কিন স্কলার মাইকেল কুগেলম্যান।
শনিবার ডেইলি হান্ট পত্রিকা জানায়, এফএটিএফের ২৭টি শর্তের একটি ছিল পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠিগুলোর নেতাদের বিচার করা। পাকিস্তান এই কাজ করতে না পারায় ধূসর তালিকা থেকে বের হতে পারেনি।
মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তানে একটি খুবই বিশাল জঙ্গি নেটওয়ার্ক রয়েছে। এটি ভেঙে ফেলার জন্য সময় লাগবে।
তিনি আরো বলেন, এফএটিএফের প্রত্যাশা অনুযায়ী পাকিস্তান সব সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কারণ এই নেতাদের অনেককেই রাষ্ট্রের সম্পদে পরিণত করা হয়েছে।
এসএন