আর্কাইভ থেকে আন্তর্জাতিক

৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান
আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। রোববার (১৫ জানুয়ারি) এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে। জানিয়েছেন ইরানের এমপিরা। ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে গতকাল এসব কথা জানান। সোমবার (১৬ জানুয়ারি) সংবাদমাধ্যম আনাদোলুরের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়,  যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। শাহরিয়ার হায়দারি বলেন, আগামী ২১ মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান এসে তেহরান পৌঁছাবে। তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ইরান তার বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে দুই ইঞ্জিনবিশিষ্ট চতুর্থ প্রজন্মের ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করছে রাশিয়া থেকে। এসব যুদ্ধবিমান ইরানের মধ্যাঞ্চল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিকঘাঁটি আতাব-৮ (টেকটিক্যাল এয়ার বেস) এ রাখা হবে। ইরান ১৯৯০ সালে রাশিয়ার কাছ থেকে মিগ-২৯ যুদ্ধবিমান কিনেছিল। এর পর আর কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | মাসের | মধ্যে | এসইউ৩৫ | রুশ | যুদ্ধবিমান | পাচ্ছে | ইরান