আর্কাইভ থেকে আবহাওয়া

শীতের দাপটে কাবু পঞ্চগড়

শীতের দাপটে কাবু পঞ্চগড়
উত্তরের জনপদ পঞ্চগড় কাঁপছে শৈত্যপ্রবাহে। তাপমাত্রা কিছুটা বাড়লেও ওই এলাকায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে এ জেলায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার (১৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ। তিনি জানান, আজ সকাল ১০ টার পরও দেখা মেলেনি সূর্যের। ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা আকাশ। টানা শৈত্যপ্রবাহের কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। তিনি আরও বলেন, সোমবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন শীতের | দাপটে | কাবু | পঞ্চগড়