আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশের সমৃদ্ধির পথে সহায়তা অব্যহত থাকবে: আইএমএফ

বাংলাদেশের সমৃদ্ধির পথে সহায়তা অব্যহত থাকবে: আইএমএফ
২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত থাকবে। জানিয়েছেন ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে এ কথা জানান। তিনি বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরো জোরদার করতে এসেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোন ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কোন ধরনের বেল-আউট চাই না। আমাদের এই কর্মসূচিটি বেইল-আউট নয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | সমৃদ্ধির | পথে | সহায়তা | অব্যহত | থাকবে | আইএমএফ