আর্কাইভ থেকে আফ্রিকা

ইথিওপিয়ায় মানবিক সহায়তা বন্ধ; অনাহারে মৃত্যুর আশঙ্কা

ইথিওপিয়ায় মানবিক সহায়তা বন্ধ; অনাহারে মৃত্যুর আশঙ্কা

ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে মানবিক সহায়তা বন্ধ রয়েছে। এ কারণে ওই অঞ্চলটিতে না খেয়ে মারা যেতে পারে হাজার হাজার মানুষ। বুধবার ভয়াবহ এই শঙ্কা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস।

রেড ক্রসের সংবাদ সম্মেলনে বলা হয়, খাবারের অভাবে অনাহারে প্রতিদিনই দুই একজনের মৃত্যু হচ্ছে অঞ্চলটিতে। আগামী কয়েক মাস এভাবে চলতে থাকলে সেই সংখ্যা হাজারে পৌঁছাবে।

রেড ক্রসের দাবি, টাইগ্রেতে বসবাসকৃত অন্তত ৩৮ লাখ মানুষের জন্য জরুরি মানবিক ও খাদ্য সহায়তা প্রয়োজন। মানবিক বিপর্যয় ঠেকাতে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

গেল নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠী টিপিএলএফকে হঠিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ইথিওপিয়ার সেনাবাহিনী। ওই সময় সরকারি বাহিনীর অভিযান থেকে বাঁচতে প্রতিবেশী দেশ সুদানে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইথিওপিয়ায় | মানবিক | সহায়তা | বন্ধ | অনাহারে | মৃত্যুর | আশঙ্কা