আর্কাইভ থেকে অপরাধ

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে এক ইউপি সদস্যের সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে আফসানা আক্তার (১৬) নামে এক কিশোরী।

রবিবার (২৭ ) জুন দিবাগত রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে ইউপি সদস্য শাহ আলম সমর্থকদের বাড়িঘরে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রবিবার মধ্য রাতে প্রয়াত সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমের সমর্থকরা কাচারীকান্দি গ্রামের অর্ধশত বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রায় ১৫ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া হামলাকারীরা আফসানা আক্তার নামে এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

রায়পুরায় থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ নিহত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। হামলার ঘটনায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন রায়পুরায় | আধিপত্য | বিস্তার | নিয়ে | বাড়িঘরে | হামলা | অগ্নিসংযোগ