আর্কাইভ থেকে বলিউড

উপচে পড়ছে 'পাঠান'র ভাঁড়ার!

উপচে পড়ছে 'পাঠান'র ভাঁড়ার!
সিনেপ্রেমীদের কাছে এ এক উৎসবই বটে! নানা দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। হিসেব বলছে, সিদ্ধার্থ আনন্দ এ অ্যাকশন থ্রিলারটি কাঙ্ক্ষিত সাফল্য পাবে। বলছিলাম ‘পাঠান’ ছবির কথা। অগ্রিম বুকিং হবে নাই বা কেন, চার বছর পর পর্দায় ফিরছেন বলিউডের কিং খান। শাহরুখকে চাক্ষুষ দেখতে আগেভাগেই টিকিট কেটে রাখছেন তার অনুরাগীরা।
পাঠান
পাঠান
সুদূর আমেরিকায় ইতিমধ্যেই হয়ে গেছে 'পাঠান' দেখার প্রস্তুতি। শাহরুখের এক ভেরিফায়েড ফ্যান ক্লাব সূত্রে জানা গেছে, বিদেশে ইতিমধ্যেই ৫ কোটির বেশি টাকা এসে গিয়েছে ছবির ভাঁড়ারে। জনৈক নেটিজেনের দাবি, শুধু আমেরিকাতেই নাকি ২৫০০০০ ডলার ব্যবসা করে ফেলেছে ছবিটি যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। সংযুক্ত আরব-আমিরশাহী, জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর সংখ্যায় বিক্রি হচ্ছে ছবির টিকিট। জানা গিয়েছে অস্ট্রেলিয়ায় তিন হাজার এবং জার্মানিতে প্রায় সাড়ে আট হাজার টিকিট বিক্রি হয়েছে। ভারতে ছবি মুক্তির পাঁচ দিন আগে অর্থাৎ ২০ জানুয়ারি শুরু হবে 'পাঠান'-এর অগ্রীম বুকিং।
পাঠান
পাঠান
শুরু থেকেই বিতর্ক যেন একান্ত সঙ্গী হয়ে গেছে 'পাঠান' ছবির। ছবির গান 'বেশরম রং'-কে ঘিরে প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখে আপত্তি তোলেন অনেকেই। আইনি জটিলতা তো বটেই, এমনকী প্রাণনাশেরও হুমকি পান শাহরুখ। তবে সব বাধাবিপত্তি কাটিয়ে আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।