আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

দক্ষিণ আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

দক্ষিণ আফ্রিকায় দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট। এই প্রভাবে দেশটিতে চলছে তৃতীয় ঢেউ। দেশটির সরকারের দুর্বল ব্যবস্থাপনার কারণে পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে দক্ষিণ আফ্রিকার সরকার। অক্সিজেন, আইসিইউয়ের তীব্র সঙ্কট রয়েছে। ধীরগতির অভিযোগ রয়েছে টিকাকরণেও। দেশটিতে প্রায় ৭৫ লাখ টিকা পাওয়া গেলেও তা প্রয়োগ করা হয়েছে মাত্র ২৯ লাখ মানুষকে। অর্থাৎ, ভ্যাকসিনের আওতায় এসেছে পাঁচ ভাগেরও কম জনগণ।

সব কিছুর জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের দুর্বল পরিকল্পনাকে দুষছে জনগণ। এ ধরনের পরিস্থিতি চললে তৃতীয় ঢেউ সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছে তারা।

বিশেষজ্ঞরা বলছে, করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের মিউটেশন হচ্ছে খুব দ্রুত। ফলে সহজেই তা মানুষকে সংক্রমিত করছে।

আফ্রিকা মহাদেশে করোনায় মোট মৃত্যুর ৪০ শতাংশই দক্ষিণ আফ্রিকার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬০ হাজার মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ | আফ্রিকায় | দ্রুত | ছড়াচ্ছে | করোনার | ডেল্টা | ভ্যারিয়েন্ট