আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে দুইদিনের টানা বৃষ্টিপাতে সবজি আবাদে ক্ষতির আশঙ্কা

কুড়িগ্রামে দুইদিনের টানা বৃষ্টিপাতে সবজি আবাদে ক্ষতির আশঙ্কা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই দিনের টানা বৃষ্টিপাতে সবজি ক্ষেতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

ভারি বৃষ্টিপাত ও জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় মরিচ, পটল ও শাক-বেগুনসহ বিভিন্ন সবজি বাগানের ফসল নষ্ট হওয়ার আশঙ্কার্ থাকলেও যে সকল সবজি বাগানের ফসল উত্তোলনের মতো হয়নি সেসব সবজি বাগানে তেমন ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার কুরুষাফেরুষা গ্রামের কৃষক মন্টু চন্দ্র রায় ও তার ছেলে হেমন্ত চন্দ্র রায় জানান, অবিরাম বৃষ্টিতে তার দুই বিঘা বেগুন ক্ষেত পানিতে ডুবে গেছ। পানি নেমে যাওয়ার জন্য জমির আইল কেটে দিলেও অবিরাম ভারি বৃষ্টিতে বেগুন গাছ নেতিয়ে পড়া উপক্রম হয়েছে।

কৃষি বিভাগ জানায়, গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার সবজি চাষে তেমন প্রভাব না পড়লেও গত দুই দিনের অবিরাম ভারি বৃষ্টিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে কী পরিমাণ সবজি ক্ষেত ঝুঁকিতে রয়েছে তার হিসাব এখনও কুষি বিভাগের কাছে আসেনি।

চলতি মৌসুমে এ উপজেলায় মরিচ ৫৫ হেক্টর ,বাঁধকপির বীজ ৩ হেক্টর,হলুদ ৪২ হেক্টর ,পানি কচু ২৫ হেক্টর,মূখি কচু ৩৮ হেক্টর,চাল কুমড়া ২৫ হেক্টর ,পটল ৪০ হেক্টর,লাউ ১৫ হেক্টর ,বেগুন ৩৫ হেক্টর ,ঢেড়ষ ৩৫ হেক্টর, করলা ২৫ হেক্টর আবাদ হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, যে সকল সবজির চাষের সময় ভারি বৃষ্টি হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে। তবে যে সকল সবজি ক্ষেত একটু উঁচু সেগুলোতে ঝুঁকি কিছুটা কম। যেসব ফসল আহরণের উপযুক্ত সেগুলো যেন আহরণ করা হয় আমরা সেজন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি।’ তবে আদা ও হলুদসহ মসলা জাতীয় ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | দুইদিনের | টানা | বৃষ্টিপাতে | সবজি | আবাদে | ক্ষতির | আশঙ্কা