আর্কাইভ থেকে ক্রিকেট

টানা দ্বিতীয়বার ওয়ানডেতে বর্ষসেরা বাবর

টানা দ্বিতীয়বার ওয়ানডেতে বর্ষসেরা বাবর
২০২২ সালে অসাধারণ সময় কাটিয়েছেন বাবর। দারুণ ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৯ ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটিতেই সেঞ্চুরি পেয়েছেন। আর অর্ধশত পেয়েছেন ৫ ম্যাচে। ৮৪ দশমিক ৮৭ গড় মোট ৬৭৯ রান করেছেন তিনি। আর মাত্র একটি ম্যাচে পঞ্চাশের নিচে রান করে আউট হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। এ ছাড়া ওয়ানডেতে বাবরের নেতৃত্বে অসাধারণ খেলেছে পাকিস্তান দল। ২০২২ সালে মাত্র একটি ম্যাচেই হেরেছে পাকিস্তান। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেন বারর। বাবরের নৈপুণ্যে ৩৪৯ রানের বড় লক্ষ্য তাড়া করে পাকিস্তান। ২০২১ সালেও সাকিব আল হাসানকে টপকে ওয়ানডে বর্ষসেরা হয়েছিলেন বাবর। ৬টি ওয়ানডেতে ৬৭ দশমিক ৫০ গড়ে করেন ৪০৫ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | দ্বিতীয়বার | ওয়ানডেতে | বর্ষসেরা | বাবর