আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ডেল্টার বিরুদ্ধে আট মাস সুরক্ষা দেয় জনসনের টিকা

ডেল্টার বিরুদ্ধে আট মাস সুরক্ষা দেয় জনসনের টিকা

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টার বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধে সক্ষম জনসন অ্যান্ড জনসনের টিকা। টিকা নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্তত আট মাস স্থায়ী থাকে। তাই এটি ডেল্টা ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেবে আট মাস। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এমন দাবিই করেছে মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসন। তাদের গবেষণা নিবন্ধ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সম্প্রতি ব্রিটিশ গবেষকরা দেখতে পেয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া আট ব্যক্তির রক্তের সেলের অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে করোনার ডেল্টা ধরন ধ্বংস করে।

একই ধরনের ফলাফল পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের বোস্টনের বেইথ ইসরায়েল মেডিকেল সেন্টারে টিকা নেওয়া ২০ জনের ওপর চালানো দ্বিতীয় গবেষণায়।

এক বিবৃতিতে জেঅ্যান্ডজের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস প্রতিষ্ঠানটির বলেন, আমরা বিশ্বাস করি আমাদের টিকার গুণাবলী কোভিড-১৯ রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে সক্ষম এবং ডেল্টা ধরন প্রতিরোধে কার্যকর। জেঅ্যান্ডজের করোনা টিকা জ্যানসেন মানুষের শরীরে তৈরি হওয়া শক্তিশালী অ্যান্টিবডি ডেল্টাসহ সব ধরনের বিরুদ্ধে আট মাস পর্যন্ত সুরক্ষা দেয়।

কোম্পানিটি আরো জানায়, তাদের টিকা করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর। টিকা নেওয়ার ২৯ দিনের মধ্যেই ডেল্টা নিষ্ক্রিয় হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

এর আগে যুক্তরাষ্ট্রের আরেকটি করোনা টিকা নির্মাতা মডার্নার পক্ষ থেকেও বলা হয়, ডেল্টার বিরুদ্ধে কার্যকর তাদের টিকাও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ডেল্টার | বিরুদ্ধে | আট | মাস | সুরক্ষা | দেয় | জনসনের | টিকা