আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতালির কাছে হেরে সেমির স্বপ্নভঙ্গ বেলজিয়ামের

ইতালির কাছে হেরে সেমির স্বপ্নভঙ্গ বেলজিয়ামের

দুরন্ত, দুর্বার, অপ্রতিরোধ্য ইতালি। মানচিনির এ দলকে হারায় এমন সাধ্যকার। পারেনি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের সোনালী প্রজন্মও। টানা ৩২ ম্যাচ অপরাজেয়র রেকর্ডকে সঙ্গী করে ইউরোর শেষ চারে পা রাখলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। 

যদিও মিউনিখের হাইভোল্টেজ ম্যাচে শুরুটা আক্ষেপে। রেফারির অফসাইডের বাঁশি থামিয়ে দেয় লিওনার্দো বনুচ্চি আর ইতালির আনন্দ। ৩১ মিনিটে সত্যিকারের উল্লাসে মাতে ইতালি। নিকোলো বারেল্লার গোলে। ক্ষণে ক্ষণে কাঁপন ধরেছিলো ইতালি রক্ষণেও।

তবে কেভিন ডি ব্রুইনা, লুকাকুরা আটকে ছিলেন জিয়ানলুইজি ডনারুম্মায়। উল্টো লিড বাড়ায় ইতালি। লরেঞ্জো ইনসিনিয়ের চোখ জুড়ানো গোলে আর কিছুর করার বাকি ছিলোনা থিবো কোর্তোয়ার। খানিকবাদেই স্কোরশিটে পরিবর্তন। সফল স্পটকিকে ব্যবধান কমান রোমেলু লুকাকু। টুর্নামেন্টে বেলজিয়ান স্ট্রাইকারের চতুর্থ গোল।

বিরতির পরও চললো বেলজিয়ামের কাউন্টার অ্যাটাক। তবে কখনও কখনও জেরেমি ডকু, কখনও সাইড পোস্ট কখনও বা হতাশ করেছে লুকাকুর মাথা।

তাইতো আর ম্যাচে ফেরা হয়নি বেলজিয়ামের। তেরো ম্যাচ পর প্রথম পরাজয়ে ইতি ঘটলো এবারের ইউরো মিশন। দীর্ঘায়িত হলো রেড ডেভিলদের একটা শিরোপা আক্ষেপ। 

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালির | কাছে | হেরে | সেমির | স্বপ্নভঙ্গ | বেলজিয়ামের