আর্কাইভ থেকে ক্রিকেট

শেখ মাহেদির ঝড়ে জয় রংপুরের

শেখ মাহেদির ঝড়ে জয় রংপুরের
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্সে। টচ জিতে শুরুতে ব্যাট করতে নেমে ঢাকা সংগ্রহ করে ১৪৪ রান। জবাবে শেখ মাহেদির ঝড়ও ব্যাটে ৫ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখে জয় পেয়ে যায় রংপুর।   মাঝারি সংগ্রহের বিপরীতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ৫ বল খেলে শূন্য হাতে ফিরে যান ওপেনার নাইম শেখ। তার আউটের পর দলের আরেক ওপেনার রনি তালুকদারকে সাথে নিয়ে জুটি গড়তে থাকে শেখ মাহাদি। দুজনে মিলে গড়েন ৬৩ রানের জুটি।   ২৮ বলে ২৯ রান করে ফিরে যান রনি ।এরপর  শোয়েব মালিক (৬) ও নুরুল হাসানও (৬) হন ব্যর্থ। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন মাহেদি। ৪৩ বলে ৭২ রানের ইনিংসে খেলেন ছয়টি চার ও পাঁচটি ছক্কা। মেহেদি আউট হয়ে গেলে বাকি পথটা পাড়ি দেন মোহাম্মদ নওয়াজ ও আজমতুল্লাহ ওমরজাই। নওয়াজ ১৫ বলে ১৭ ও আজমত ১২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকারের সূচনা ভালো ছিল না। তবে তিনে নামা উসমান ঘানি খেলেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। এছাড়া অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ২৯ রান করেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ | মাহেদির | ঝড়ে | জয় | রংপুরের