আর্কাইভ থেকে বাংলাদেশ

বিভিন্ন জেলায় করোনায় ১২৮ জনের মৃত্যু

বিভিন্ন জেলায় করোনায় ১২৮ জনের মৃত্যু

দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিভিন্নস্থানে রয়েছে আইসিইউ ও বেড সংকট।

আজ রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজশাহীতে গেলো ২৪ ঘন্টায় মারা গেছে ১২ জন। চট্টগ্রামে মারা গেছে আরো ছয়জন। চুয়াডাঙ্গায় আটজনের মৃত্যু হয়েছে। এই জেলায় নতুন করে ৩৪ শতাংশ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গেল ২৪ ঘন্টায় একশ’ ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে, আরও ১৯ জন। 

এছাড়া ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছে ছয় জন।

এদিকে চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১৫টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন বিভিন্ন | জেলায় | করোনায় | ১২৮ | জনের | মৃত্যু