আর্কাইভ থেকে এশিয়া

আটকে গেলো মিয়ানমারের জন্য রাখা যুক্তরাষ্ট্রের ৩৫০ কোটি টাকা

আটকে গেলো মিয়ানমারের জন্য রাখা যুক্তরাষ্ট্রের ৩৫০ কোটি টাকা

মিয়ানমার সরকারের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৫০ কোটি টাকা  (চার কোটি ২০ লাখ ডলার) সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল এ ঘোষণা দেন।

তবে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি চিন, কাচিন, রাখাইন ও শান রাজ্যে মানবিক সহযোগিতা করবে মার্কিন সরকার করবে বলেও জানান গ্লোরিয়া স্টিল।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে জানানো হয়, সামরিক বাহিনী ‘ক্যু’র মাধ্যমে ক্ষমতা দখলের কারণে মিয়ানমারের জন্য বরাদ্দ সহায়তা পর্যালোচনা করছে ইউএসএআইডি। এই পর্যালোচনার কারণে অবিলম্বে মিয়ানমার সরকারের জন্য চার দশমিক দুই কোটি ডলার বরাদ্দ বাতিল করে ওই দেশের সুশীল সমাজকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন আটকে | গেলো | মিয়ানমারের | জন্য | রাখা | যুক্তরাষ্ট্রের | ৩৫০ | কোটি | টাকা