বিশ্বকাপ জয়ের দেড় মাস পর বিশ্বকাপের অনুভূতি নিয়ে মুখ খুললেন ফুটবল ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেওয়া সাক্ষাৎকারে মনের সবটুকু ভাব প্রকাশ করে এসব জানালেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
ক্যারিয়ারে আর কিছুই পাওয়ার নেই। ব্যক্তিগতভাবে বার্সেলোনাতেই আমি সবকিছু পেয়েছি। এখন জাতীয় দলের হয়েও সবকিছুই হয়ে গেছে আমার, যা আমি সব সময় চেয়েছিলাম। কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছি, কিছুই বাকি নেই। আমার কোনও অভিযোগ নেই এবং আমি আরও কিছু চাইতে পারি না।
নিজের এতো প্রাপ্তির মধ্যেও যেনো কোথাও একটা অপ্রাপ্তি ছিলো সর্বকালের সেরা এই আর্জেন্টাইনের। হয়তো এই আক্ষেপটা থেকে যাবে সারাজীবন। ফুটবল জাদুকর চেয়েছিলের কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার হাত থেকে বিশ্বসেরার সোনালি ট্রফিটা ছুঁতে না পারার আক্ষেপটা।
তাই তো নিজ মুখেই স্বীকার করলেন সেই কথা। মেসি বলেন, ম্যারাডোনা বেঁচে থাকলে হয়তো তার হাত থেকে কাপটা হাতে তুলে দিতেন। আর তার হাত থেকে ট্রফি নেয়ার ছবিটা হতো অন্যতম সুন্দর একটা ছবি। মেসি মনে করেন ম্যারাডোনা হয়তো উপর থেকেই চেয়েছিলেন কাপটা আমাদের হোক। আর তাই হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।
মন্টিয়েলের পেনাল্টির আগে আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে স্রষ্টাকে বলছিলাম, আমি তো পুরো ক্যারিয়ারেই তাকে সাথে পেয়েছি। আর যখন বিশ্বকাপ ট্রফিটা হাতে নেওয়ার সময় হলো, তখন মনে হচ্ছিল ট্রফিটা যেন আমাকে বলছে, এবার তুমি আমাকে হাতে নিতে পার।
মেসিকে একটা সময় উঠতে বসতেই খোটা শুনতে হতো ম্যারাডানোর বিশ্বকাপ আছে কিন্তু তার নেই। কিন্তু যখন বিশ্বকাপটা পেলেন তখন ম্যারাডোনা নেই। তাই তো বিনয়ী মেসির তৃষ্ণার্ত হৃদয়ের একটা বড় আক্ষেপ ম্যারাডোনার হাত থেকে ট্রফিটা ছুঁয়ে দেখার স্বাদ মিটলো না।