‘সংঘাতপূর্ণ অঞ্চল’ থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। রোববার এ সংক্রান্ত একটি পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ছে।
শনিবার ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচাই আদরেই বলেছেন, স্থানান্তরের আগে গাজার বাসিন্দারদের তাঁবু ও অন্যান্য সামগ্রী কারেম আবু সালেম ও কারেম শালম ক্রসিং দিয়ে সরবারহ করা হবে। এসব ত্রাণ সরবারহে যুক্ত থাকবে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। তবে ইসরাইলি পরিকল্পনা ও মানবিক সহায়তায় যুক্ত থাকার ব্যাপারে জাতিসংঘ কোন মন্তব্য করেনি।
ইসরাইলের এই পরিকল্পনার এক সপ্তাহ আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের দুটি শক্তিশালী ঘাঁটিতে – উত্তর গাজা ও আল মাওয়াসি- অভিযান চালানোর জন্য সামরিক বাহিনীকে সবুজ সংকেত দেয়া হয়েছে।
এনএস/