জাতীয়

রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা নিয়ে যা বললো পরিবেশ উপদেষ্টা

বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক মিশন সূত্রে নিশ্চিত বিষয়টি হওয়া গেছে।

এ নির্দেশ কোনো লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদের মাধ্যমে অন্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দিতে বলা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৈয়দা রিজওয়ানা #রাষ্ট্রপতি #মো. সাহাবুদ্দিন #পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা