আর্কাইভ থেকে বাংলাদেশ

স্টোকসকে অধিনায়ক করে ইংল্যান্ডের ১৮ সদস্যের দল

স্টোকসকে অধিনায়ক করে ইংল্যান্ডের ১৮ সদস্যের দল

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে বিপদগ্রস্থ ইংল্যান্ড। করোনার হানায় পাল্টে গেলো ইংলিশ স্কোয়াড। বেন স্টোকসকের নেতৃত্বে নতুন করে ১৮ সদস্যের দল ঘোষনা করতে বাধ্য হয়েছে তারা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন স্টোকস।

প্রথমে পাকিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ইংলিশরা। সেই দলের ৩ ক্রিকেটার ও ৪ টিম ম্যানেজমেন্টসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় যুক্তরাজ্যের কোয়ারেন্টিন নিয়ম অনুযায়ী সবাইকে  আইসোলোশনে পাঠানো হয়। ৪ জুলাই থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাদের। এতে ওয়ানডে সিরিজ মিস করবেন সবাই। তবে টি টোয়েন্টি সিরিজ হবে আগের পরিকল্পনা অনুযায়ী। ৯ ক্রিকেটার আছেন অভিষেকের অপেক্ষায়।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

ইংল্যান্ড ওয়ানডে দল

বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্সে, জাক ক্রাওলি, বেন ডেকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিনস। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন স্টোকসকে | অধিনায়ক | করে | ইংল্যান্ডের | ১৮ | সদস্যের | দল