আর্কাইভ থেকে জাতীয়

লকডাউনে ভিন্ন পেশায় ঝুঁকছেন ফরিদপুরের ফুটপাত ব্যবসায়িরা

লকডাউনে ভিন্ন পেশায় ঝুঁকছেন ফরিদপুরের ফুটপাত ব্যবসায়িরা

লকডাউনের কারণে অন্যান্য জেলার মত ভিন্ন ভিন্ন পেশায় ব্যস্ত হয়ে পড়েছেন ফরিদপুরে ফুটপাতের ব্যবসায়িরা। বর্তমানে তারা ভ্যানে করে কাঁচা তরকারি কিংবা ফল বিক্রি করে  দিন অতিবাহিত করছেন। স্থানীয় জনসাধারণই এদের অন্যতম ক্রেতা।

জানা গেছে কয়েকদিন আগেও যারা ফুটপাতে চা কিংবা চটপটি বিক্রি করতেন তারা এখন এলাকাতে দোকান করেছেন শাকসবজির। কাঁচাবাজারের অন্যান্য এলাকা থেকে এখানে জিনিসপত্রের দাম অপেক্ষাকৃত একটু বেশি হলেও স্থানীয় ক্রেতারা এখান থেকে তরকারি কিনছেন।

এছাড়া ভ্রাম্যমান ভ্যানে করে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমী ফলও। বাজার অপেক্ষা দাম একটু বেশি হলেও স্থানীয় জনগণের কাছে এ ফলের চাহিদা রয়েছে।

বিক্রেতারা জানান, তারা বিভিন্ন সময় ছোটখাটো ব্যবসার উদ্যোগ নিলেও তেমন সুবিধা করতে না পারায় তাদের এ ব্যবসায় নামতে হচ্ছে। দেশ আবার স্বাভাবিক অবস্থায় গেলে ব্যবসায়িরা আবার পুরনো ব্যবসায় ফিরে আসবেন, এটাই তাদের প্রত্যাশা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনে | ভিন্ন | পেশায় | ঝুঁকছেন | ফরিদপুরের | ফুটপাত | ব্যবসায়িরা