আর্কাইভ থেকে ফুটবল

লাল কার্ডের খড়গে পড়ে ফাইনাল মিস করছেন জেসুস

লাল কার্ডের খড়গে পড়ে ফাইনাল মিস করছেন জেসুস

২৮ বছরের শিরোপা খরা ঘুচাতে আগামী ১১ জুলাই ব্রাজিলের মারাকানায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগের দিন ব্রাজিল পেরুর বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে বুধবার আর্জেন্টিনা টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
 
১১ তারিখের সেই সুপার ক্লাসিকো ফাইনালের আগে দু:সংবাদ পেলো ব্রাজিল শিবিরে। কোয়ার্টার ফাইনালে চিলির ম্যাচে বাজে ট্যাকেলের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সেলেসাও স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস। সেই সাথে গুনতে হবে ৫ হাজার ডলার জরিমানা। এমনকি শাস্তি কমাতে আবেদনও করতে পারবে না ব্রাজিল। ফলে মিস করবেন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল। 

বুধবার এক বিবৃতিতে জেসুসের শাস্তির বিষয়টি জানায় কনমেবল। 
 
গত মঙ্গলবার শেষ আটের খেলায় চিলি ডিফেন্ডার ইউজেনিও মিনাকে ফ্লায়িং কিক মেরে লাল কার্ড দেখেন জেসুস। অনিচ্ছাকৃত উল্লেখ করে ম্যাচ শেষে ক্ষমাও চান তিনি। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা আর শাস্তি কমাতে আবেদন করতে না পারার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জেসুস। ইনস্টাগ্রামে সতীর্থের প্রতি সমর্থন জানিয়ে কনমেবলকে এক হাত নিয়েছেন নেইমার। 

চিলির বিপক্ষে ওই লাল কার্ডের জন্য পেরুর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেনি জেসুস। এখন তিনি মিস করবেন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটিও। বাংলাদেশ সময় ১১ জুলাই সকাল ৬ টায় শুরু হবে কোপা আমেরিকা-২০২১ ফাইনাল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন লাল | কার্ডের | খড়গে | পড়ে | ফাইনাল | মিস | করছেন | জেসুস