আর্কাইভ থেকে ক্রিকেট

লিটনের অর্ধশত, ফলোঅন এড়ালো বাংলাদেশ

লিটনের অর্ধশত, ফলোঅন এড়ালো বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেট জুটিতে শতরানের জুটি গড়ে দলকে ফলোঅন থেকে রক্ষা করেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দিনের শুরুতে মিথুন ও মুশফিকের বিদায়ের পর ফলোঅনের শংকা জাগলে এ দুজন শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে সক্ষম হন। 

ফলোঅন এড়ানোর পথে ক্যারিয়ারের ৭ম অর্ধশত তুলে নেন লিটন দাস। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ১৫তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে একহাজার রানের পাশে নিজের নাম লেখান এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। হাজার রানের কীর্তি গড়তে লিটন খেলেন ২২ টেস্টে ৩৭ ইনিংস। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানে মালিক মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৭২ ইনিংসে তার রান ৪৫২৩। এছাড়া ৬২ ইনিংসে তামিমের ৪৪৫৮ রান এবং ৫৭ ইনিংসে সাকিবের রান ৩৯৩০!

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫৬ রান। মেহেদী হাসান মিরাজ ৪৩ রানে ও লিটন দাস ৬১ রানে অপরাজিত আছেন।

তৃতীয় দিনের শুরুতে কর্ণওয়াল মিথুনকে দলীয় ১৪২ রানে ব্র্যাথওয়েটের ক্যাচ বানিয়ে ফেরান। মিথুনের বিদায়ের ক্যারিয়ারে ২২তম অর্ধশত তুলে নিয়ে কর্ণওয়ালের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৫৪ রানে মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। 

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমে সৌম্য সরকারকে দলীয় এক রানে কাইল মায়ার্সের ক্যাচ বানিয়ে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। এরপর দলীয় ১১ রানে টাইগার শিবিরে দ্বিতীয় আঘাত করেন গ্যাব্রিয়েল। এবার এনক্রুমান বোনারের ক্যাচ বানিয়ে নাজমুল হোসাইন শান্তকে ফেরান গ্যাব্রিয়েল। 

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক মুমিনুলকে সঙ্গে নিয়ে সেই বিপদ কাটিয়ে উঠার আগেই জোড়া আঘাত হানে কর্ণওয়াল ও জোসেফ। ৫৮ রানের পার্টনারশিপের দলীয় ৬৯ রানে অধিনায়ক মুমিনুলকে উইকেটের পেছনে সিলভার ক্যাচ বানিয়ে ফেরত পাঠান কর্ণওয়াল। মুমিনুলের বিদায়ের ৩ রানের মাথায় আলজারি জোসেফের বলে মোশেলের হাতে ক্যাচ দিয়ে ৫২ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রান করে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। 

এর আগে বৃহস্পতিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। 

প্রথম ইনিংসে এনক্রুমাহ বোনার, জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেফের হাফ সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ করে সফররত ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম ৪টি করে এবং মেহেদি হাসান মিরাজ ও সৌম্য সরকার ১টি করে উইকেট লাভ করেন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনের | অর্ধশত | ফলোঅন | এড়ালো | বাংলাদেশ